সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে ভটভটির ধাক্কায় অটোভ্যান চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
নিহতরা হলেন— তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মো. হাইফোত হোসেন।
পুলিশ জানায়, সকালে একটি গরু বোঝাই ভটভটি গাড়ি নওঁগা হাটের দিকে যাওয়ার পথে বেপরোয়া গতিতে একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোচালক হাইফোত হোসেন ও যাত্রী শিশু জনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি জিয়াউর রহমান জানান, ভটভটির ব্রেক ফেইল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট চারজন আহত হন, এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.