দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ২জন আটক হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তুল, ১টি মাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটারগান ও ২ কেজি গাঁজাসহ মাহবুব ইসলাম (৫২) ও ফিরোজ খান (৫৬) কে আটক করা হয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (৯ অক্টোবর) বৃস্পতবিার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামের মাহাবুল ইসলামের বাড়িতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালায়। এসময় ১টি ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম কে আটক করা হয়। সে গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
একইদিন সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় বিজিবি;র টহল দল অভিযান চালিয়ে ফিরোজ খান নামে এক মাদক কারবারীকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে।
অপরদিকে বুধবার (৮অক্টোবর) রাত ৮টার দিকে, একই ব্যাটালিয়নের চল্লিশপাড়া বিওপির বিজিবি সদস্যরা আলিমডোবা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
অস্ত্র ও মাদকসহ আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, গুলি এবং গাঁজাসহ ২জন আটক হলে আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.