গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিনিউজ বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারটির গণপ্রদর্শনী বুধবার রাতে প্রোজেকশন স্ক্রিনে (বড় পর্দায়) বরিশালের গৌরনদীতে প্রদর্শিত হয়েছে।
বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের পৃষ্ঠপোষকতায় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে উপজেলা সদরের গৌরনদী বাসস্ট্যান্ডে ওই গণপ্রদর্শনীর আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বার্তা এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বুধবার সন্ধ্যা ৭টায় গৌরনদী বাসস্ট্যান্ডর নতুনকাউন্টার চত্বরের উন্মুক্ত স্থানে সাক্ষাৎকারটির এগণপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি স্থানীয় অসংখ্য নেতা কর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে সাক্ষাৎকারটি দেখেন এবং মনোযোগ দিয়ে প্রিয় নেতার কথাগুলো শোনেন।
জানা গেছে, পর্যায়ক্রমে জাতীয় সংসদের বরিশাল-১ আসনভুক্ত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রোজেক্টরের মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিনিউজ বাংলায় দেয়া সাক্ষাৎকারটির এর কমউন্মুক্ত গণপ্রদর্শনীর আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.