গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে মাহিলাড়া ঘরোয়া ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক উত্তম অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শাহজাহান সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রদল নেতা জোবায়ের আল মাহমুদ প্রমূখ। শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।