শারমিন সুলতানা নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী ও জামাকাপড়সহ মালামাল উদ্ধার করা হয়। গতকাল রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাবন মিয়া ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে ও রানা মিয়া একই গ্রামের মোন্তা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ডাঙ্গার ইসলামপাড়া গ্রামের সুলাইমান নামে এক প্রবাস ফেরত যুবকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে পুলিশ চোর সন্ধহে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করলে মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।
পলাশ থানার ওসি মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.