Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইছহাক মাতুব্বর (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছহাক মাতুব্বর ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পশ্চিম আলিপুরে তরুণ বাবুর বাড়িতে বাথরুমের চারটি মাটির রিং বসানোর কাজ শুরু করেন ইছহাক মাতুব্বর। কাজ শেষে দুপুরে খাবার খেয়ে ফেরার সময় বৃষ্টি শুরু হলে তিনি খন্দকার লজ এলাকার জিসান মোল্লার একটি বন্ধ দোকানের সামনে শাটারের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে শাটারে বিদ্যুৎ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে কাজ শুরু করেন ইছহাক। দুপুর ২টার দিকে কাজ শেষ করে তিনি বিশ্রাম নিতে গিয়েছিলেন। তখনই এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আহিদুজ্জামান জানান, “শাটারে বিদ্যুৎ থাকায় এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। দোকানটি বন্ধ ছিল এবং মালিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।