এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা আনুপাতিক (Proportional Representation – PR) পদ্ধতি চালুর দাবিতে সাতক্ষীরার তালা উপজেলায় প্রচারপত্র বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তালা উপজেলার কাছেমুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে তালা বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হয়। প্রচার কার্যক্রমে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তালা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আসাদুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর, সেক্রেটারি বাইজিদ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। তারা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি পিআর পদ্ধতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, “সকল ভোটের সমমুল্য নিশ্চিতে পিআর পদ্ধতি একটি কার্যকর পন্থা। ভোট যার, ক্ষমতাও তার—এই ন্যায়ের ভিত্তিতে আমরা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছি।”
তারা “সকল ভোটের মূল্যায়ন, পি আর পদ্ধতির অবদান”, “ভোট যার, ক্ষমতা তার, দিতে পারে পিআর”, এবং “একতরফা নয় সমতা চাই, পিআর পদ্ধতির ভোট চাই” — এমন সব স্লোগানসংবলিত লিফলেট বিতরণ করেন।