নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আন্তর্জাতিক পরিমণ্ডলে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও গৌরবের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
৯ অক্টোবর THE-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই র্যাঙ্কিং অনুযায়ী, গাকৃবি শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি গবেষণার মানদণ্ডে বিশ্বে ৪৬১তম, এবং সার্বিক র্যাঙ্কিংয়ে ৮০১-১০০০তম অবস্থানে রয়েছে। এটি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক অনন্য মাইলফলক।
বিশ্বব্যাপী ১১৫টি দেশের ২১৯১টি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে এই মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্প-সংযোগ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি মূল ক্ষেত্রে ১৩-১৮টি সূচকের আলোকে র্যাঙ্কিংটি প্রস্তুত করা হয়েছে।
২০২৬ সালের র্যাঙ্কিংয়ে গাকৃবিসহ বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও গাকৃবি সব সূচকে উৎকর্ষতা দেখিয়ে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে। এর আগে ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন-এর বিভিন্ন র্যাঙ্কিং যেমন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং, ইমপ্যাক্ট র্যাঙ্কিং, ও এশিয়া র্যাঙ্কিং-এও গাকৃবি জাতীয়ভাবে শীর্ষস্থানে ছিল। এছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ছিল ৭৭তম স্থানে।
এই অসাধারণ অর্জন সম্পর্কে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,“এই অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি। সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক শিক্ষাদান এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা প্রমাণ করেছি—বাংলাদেশেও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়া সম্ভব। এ র্যাঙ্কিং আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।”
তিনি আরও বলেন,“এই অর্জন গাকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ের সকল কর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মোঃ রনি ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.