টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, “আওয়ামী লীগ সরকার না থাকলেও টুঙ্গিপাড়ার মানুষ কোনোভাবেই বঞ্চিত হবে না। এই এলাকার প্রতিটি মানুষের নাগরিক অধিকার রয়েছে। আওয়ামী লীগ না থাকলে কেউ চাকরি পাবে না বা ভোট দেবে না—এমন ধারণা ভুল।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয় সেটা আপনারা দেখেছেন, এই বিশ্বাস নিয়ে রাজনীতি করেছিলাম। যখন আওয়ামী লীগ থাকবে না তখন আমার এলাকার মানুষের পাশে থেকে কাজ করব। একটি ভিন্নধারার রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে কত বছর বাড়িতে থাকতে পারেনি। আমার নামে ১৬৭ টা মামলা হয়েছে। আমার উপর বিশ্বাস রাখেন যদি কখনো কোন বিপদে পড়েন আমাকে স্মরণ করবেন এলাকার ভাই হিসেবে আপনাদের পাশে থাকব। আমি আপনার এলাকার সন্তান আমাকে দিয়ে যদি আপনার কোন কাজে আসে তাহলে আমার রাজনীতি করা সার্থক হবে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরও বলেন, প্রতিহিংসার রাজনীতির দিন শেষ, এখন সম্প্রীতির বাংলাদেশ, আপনারা আমাকে একটি সুযোগ দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমার পাশে থাকুন। আমি কথা দিচ্ছি আপনাদের ছেড়ে কোথাও যাবো না।
সম্প্রীতি সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সভাপতি এমদাদ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ জেহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।