আফিফ আদনান, জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) পরিবহন পুলে সংযুক্ত হলো নতুন আরেকটি বাস। শিক্ষার্থীদের বহুদিনের আকাঙ্ক্ষা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং জনতা ব্যাংকের সৌজন্যের মাধ্যমে চমৎকার একটি বাস পেল শিক্ষার্থীরা৷
১৩ অক্টোবর ২০২৫ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ব্যাংক কর্মকর্তাদের এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ শেষে নতুন বাসটি উদ্বোধন করা হয় ।
উক্ত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান৷ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন৷ সেই সাথে জনতা ব্যাংক জামালপুর শাখার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷ এসময়ে ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যকার আভ্যন্তরীণ সুসম্পর্ক ও সার্বিক বিষয়াবলি বক্তারা তুলে ধরেন৷
উল্লেখ্য, শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত জাবিপ্রবি ক্যাম্পাস৷ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় হতে চারটি বাস বিভিন্ন শিডিউলে যাতায়াত করত। এত অধিক শিক্ষার্থীর বিপরীতে শুধুমাত্র চারটি বাস অপ্রতুল ছিল৷ বর্তমানে একটি নতুন বাস যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে৷
বিগত প্রশাসনের সময় থেকে শিক্ষার্থীরা দীর্ঘসময় ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে বাসের দাবী জানালেও আশানুরুপ ফলাফল পায় নি। জনতা ব্যাংক, (জাবিপ্রবি শাখা) একটি বাসের প্রতিশ্রুতিদ্ধ হলেও দফায় দফায় সময় বাড়ায়।কয়েক মাস একটি ভাড়া বাস দিয়ে পরিবহন সেবা ব্যবস্থা করে তারা৷ আজ জাবিপ্রবির বাসের তালিকায় আরেকটি নীল বাস পেয়ে শিক্ষার্থীরা স্বস্তির নিশ্বাস ফেলছে এবং আনন্দ প্রকাশ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.