Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে গ্রীনলাইন বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় গ্রীনলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোসলেম উদ্দীন বিশ্বাস (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের সুন্দলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসলেম বিশ্বাস সুন্দলপুর বাজার এলাকার মৃত নসিম বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দলপুর বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে রাস্তা পার হচ্ছিলেন মোসলেম বিশ্বাস। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো ব ১১-৫২৯৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাফিদা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, “বাবা প্রতিদিনের মতো নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এতেই এই দুর্ঘটনা ঘটেছে।”

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।”

নিহতের পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।