মো.সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। সারাদেশে শিক্ষক-কর্মচারীদের চলমান ৩ দফা দাবির আন্দোলনের অংশ হিসেবে এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে ফেকামারা কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. কাজল মিয়াসহ অংশগ্রহণকারী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এ আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ৩ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ডাঃ আঃ মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক আবুল কাশেম বিপ্লব, পূর্বাচর পাড়াতলা কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক জোয়ারদার আলমগীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কটিয়াদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।