জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
প্রতিবন্ধী কার্ডভুক্ত নারগীছ পারভীন তার ভাতার টাকা না পাওয়া এবং ভুল বুঝিয়ে বিভিন্ন কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
গোকুলনগর গ্রামের আঃ সালামের স্ত্রী নারগীছ পারভীন ও তার স্বামী লিখিত বক্তব্যে জানিয়েছেন, নারগীছ ২০১৭ সালে প্রতিবন্ধী কার্ড পাওয়ার পর থেকে ভাতার টাকা পাননি। অসংখ্যবার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনের কাছে গেলে বলা হয় টাকা তাদের একাউন্টে আসেনি। পরে উপজেলা সমাজসেবা অফিসে জানানো হয়, কার্ডের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন আসমা খাতুনের মায়ের নামে রয়েছে। এই মোবাইল নম্বর ০১৯১০-২৬১৯৬৬।
টাকা ফেরত পাওয়া এবং আসমা খাতুনের বিরুদ্ধে শাস্তির দাবিতে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আশাশুনি থানায় ৭৫৪ নং সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া আসমার বিরুদ্ধে স্থানীয় ইউপিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও হয়েছে। জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হয়েছে এবং তদন্ত চলছে।
অভিযোগের তদন্ত চলাকালীন ১৪ অক্টোবর সকালে ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, ইউপি সদস্যসহ কয়েকজন গ্রাম পুলিশ নিয়ে নারগীছের বাড়িতে এসে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে নানা প্রলোভন দেখিয়ে একাধিক কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। স্বাক্ষর নেওয়ার সময় মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছে, যা তাদের ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.