কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এনটিভির স্টাফ রিপোর্টার, আমাদের দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এবং গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাত-এর স্মরণে কোটালীপাড়ায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া প্রেসক্লাবের আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও গোপালগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এইচ এম মেহেদী হাসানাত।
সভায় বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ, সুধান্য ঘরামী এবং মিজানুর রহমান বুলু।
বক্তারা প্রয়াত মাহবুব হোসেন সারমাতের সাংবাদিকতা, সততা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, সারমাত ছিলেন একজন নিরহংকার, সদালাপী ও পেশাদার সাংবাদিক, যিনি সত্যের পথে নিরলসভাবে কাজ করে গেছেন।
বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, “সারমাত ভাই ছিলেন অত্যন্ত হাস্যোজ্জ্বল ও মানবিক মানুষ। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুণী ও নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারিয়েছি। আল্লাহ তাঁর রুহের মাগফিরত দান করুন।”
সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, “প্রায় তিন দশকেরও বেশি সময় আমরা একসঙ্গে সাংবাদিকতা করেছি। সংবাদ সংগ্রহে সারমাত ছিলেন অত্যন্ত কর্মঠ ও নিষ্ঠাবান। তাঁর অকালে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “মাহবুব হোসেন সারমাতের তিন কন্যা সন্তান রয়েছে—আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো।”