গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতের নাম জেসমিন বেগম (৪২)। তিনি সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের নুর আলম মোল্লার স্ত্রী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জেসমিন বেগমের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আড়ুয়া কংশুর এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন,“মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”