একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
একজন হাত ধোয়া বীর হোন!’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হল বিশ্ব হাত ধোয়া দিবস।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিয়াম স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নানা আয়োজন।
আলোচনা সভা, র্যালি, হাত ধোয়া কর্মসূচিতে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থীসহ সব স্তরের মানুষ অংশ নেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটির আয়োজনে সহায়তা করে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও এনজিও প্রতিষ্ঠান।
বিয়াম উচ্চ বিদ্যালয় এর প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি অরুপ তালুকদার দাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার ইয়াকুব মিয়া, ষ্টোর ইনর্চাজ মোঃ কুতুব আলী, অফিস সহকারী জয়শ্রী রায় সহ আরো অনেকেই।