Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এলএসটিডি প্রকল্পের উদ্যোগে ব্রি ধান-১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
অক্টোবর ১৬, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাত ব্রি ধান-১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের উদ্যোগে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে পাবনা জেলার সুজানগর উপজেলার দুর্গাপুর মধ্যপাড়ায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও প্রধান ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন। প্রধান অতিথি ছিলেন ড. মোঃ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক, এলএসটিডি প্রকল্প-ব্রি।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মহি উদ্দিন, পরিচালক (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, সুজানগর, পাবনা; মোঃ সেন্টু রহমান, সাইন্টিফিক অফিসার, ব্রি আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এবং স্থানীয় কৃষক মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে জানানো হয়, চলতি আমন ২০২৫ মৌসুমে সুজানগর উপজেলায় এলএসটিডি প্রকল্পের আওতায় ১ একর জমিতে ৭০টি জাতের প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এর মধ্যে ব্রি ধান-১০৩ উল্লেখযোগ্য ফলন দেখিয়েছে।

 

নমুনা ফসল কর্তনে দেখা গেছে, ১ বিঘা (৩৩ শতক) জমিতে ২৬ মণ ধান উৎপাদিত হয়েছে, যা প্রচলিত আমন মৌসুমের যেকোনো জাতের চেয়ে বেশি ফলন। জাতটির জীবনকাল ১২৮-১৩৩ দিন, ফলে কৃষকরা পরবর্তী মৌসুমে পিঁয়াজ ও সরিষা চাষে বাড়তি সময় পাচ্ছেন। এছাড়া এই জাতের ধানে পোকামাকড় ও রোগের আক্রমণ কম, ফলন বেশি এবং খড়ের মান উন্নত—ফলে কৃষকরা বেশ সন্তুষ্ট।

 

ব্রির বিজ্ঞানীরা মাঠ দিবসে ধান চাষে আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করেন এবং আগামী দিনে আরও ফলনবর্ধক জাত ও প্রযুক্তি উদ্ভাবনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

স্থানীয় কৃষকরা বলেন, ব্রি ধান-১০৩ জাতটি তাদের জীবনে আশার আলো জাগিয়েছে। কম সময় ও কম খরচে বেশি ফলন পাওয়ায় তারা এই জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।