তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ভোলায় ৫ দফা দাবীতে বাংলাশে জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ভোলা শহরের বাংলা স্কুল মোড় থেকে কে-জাহান মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর মাষ্টার মো: জাকির হোসাইন। মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী কাজী মাও: হারুন আর রশিদ, ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ মাও: নজরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাও: কামাল হোসাইন, উপজেলা সেক্রেটারী মাও: আব্দুল গাফফার, ভোলা পৌর আমীর মাও: জামাল উদ্দিন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষিত তরুণ সমাজের প্রতিনিধি, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা আমীর মাস্টার জাকির হোসেন বলেন, এই গণদাবি মেনে আগামী সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানান। সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা সেক্রেটারি কাজী হারুনর রশীদ বলেন, অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানা। জেলা আমীর মাস্টার জাকির হোসেন এর বক্তব্য মাধ্যমে মানব বন্ধন শেষ হয়।
এসময় বক্তারা আরও বলেন, পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না। প্রয়োজনে জনগন পিআর চায় কিনা এই বিষয়ে একটি গনভোট নেয়া যায়। পাঁচ দফা দাবি হলো: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।