যশোর প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের পারফরম্যান্সে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও যশোর বোর্ডের অবস্থান অষ্টম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৫ সালে যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৬৪ দশমিক ২৯ শতাংশ। এ বছর ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৯ হাজার ৭৪৯ জন।
বোর্ডের ফলাফলে দেখা যায়, মোট ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ৫০৯ জন— ছাত্র ২৪ হাজার ৯০১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৬০৮ জন। এছাড়া পরীক্ষায় ২৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
পাসের হারের দিক থেকে যশোর বোর্ডের উপরে রয়েছে প্রায় সব সাধারণ বোর্ড। সর্বনিম্ন অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড, যার পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। অথচ ২০২১ সালে যশোর বোর্ড ছিল দেশের সেরা বোর্ডগুলোর একটি।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম বলেন, “বিগত জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীরা দীর্ঘ সময় রাজপথে থাকায় তাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। এছাড়া এবারের পরীক্ষার্থীদের ৪৫ দশমিক ১৮ শতাংশ ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে, যা সামগ্রিক ফলাফলে বড় প্রভাব ফেলেছে।”
তিনি আরও বলেন, “আগে বিভিন্ন বোর্ডে অতিমূল্যায়ন বা অবমূল্যায়নের প্রবণতা ছিল। এখন সেই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হয়েছে। ফলে এবারের ফলাফলই বাস্তব চিত্র প্রতিফলিত করছে। ভবিষ্যতে ফলাফল উন্নয়নে বোর্ড থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”