ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সার ব্যবহারের বিষয় নিয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, ওসি তদন্ত শহিদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ঘোড়াঘাট কৃষি অফিসার রফিকুজ্জামান স্বাগত বক্তব্য দেন। আলোচনায় বক্তারা খামারী অ্যাপস ব্যবহার করে জমিতে প্রয়োজনীয় রাসায়নিক সার সঠিকভাবে ব্যবহার করতে কৃষকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও সময়মতো সার প্রয়োগের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি ও আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা জানান, প্রযুক্তির সহায়তায় কৃষি কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধি এবং ফসলের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। কৃষকরা নিয়মিতভাবে খামারী অ্যাপস ব্যবহার করলে সঠিক পরামর্শ পেয়ে সার ব্যবহার ও চাষাবাদের পরিকল্পনা আরও ফলপ্রসূ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.