রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট সদস্য নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির–সমর্থিত প্যানেল। শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, সহসভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন শিবির–সমর্থিত প্রার্থীরা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইসলামী ছাত্র শিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৫৮৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার বিজয়ী হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং এবার আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন।
সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন শিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট, আর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সব কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে মোট ভোট পড়েছে ২০ হাজার ১৮৭টি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উল্লাসে মেতে ওঠে শিবির–সমর্থিত শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.