প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
মিরপুরে এমন উইকেট আগে কখনো দেখিনি : স্যামি
সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হবে দুই দল। তার আগে আজ নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরেছে দুই দলই। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি।
সেখানে মিরপুরের উইকেট প্রসঙ্গে স্যামি বলেন, ‘দেখুন— অধিনায়ক এখনো উইকেট দেখেনি কিন্তু আমি দেখেছি। জানি না, ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারব কিনা… তবে এমন কিছু আগে কখনও দেখিনি। কিন্তু আমরা সবাই জানি উপমহাদেশে কী ধরনের চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে ব্যাটারদের জন্য।’

সংবাদ সম্মেলনের একেবারে শেষের দিকে স্যামির কাছে আবার জানতে চাওয়া হয় উইকেট নিয়ে। জবাবে তিনি বলেন, ‘জানি না, এটিকে (উইকেট) কীভাবে বর্ণনা করব। তবে আমি যেটা বলতে পারি, উইকেটকে আমরা আমাদের মাথায় ঢুকতে দেব না। যেখানেই যাই না কেন, আমাদের মন্ত্র তো একই, কন্ডিশন যা পাওয়া যাবে, দ্রুত বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এবং এরপর সিদ্ধান্ত নিতে হবে, সফল হওয়ার জন্য কোন স্কিলসেট এখানে প্রয়োজন। এরপর নিজের ওপর আস্থা রাখতে হবে মেলে ধরার জন্য। সেখানেই নিজের খেলায় কিছু যোগ করার ব্যাপার আসে।’

বাংলাদেশে অতীতে ভালো খেলার কথা জানিয়ে স্যামি বলেন, ‘বাংলাদেশে আসা সবসময়ই আনন্দের। এটা এমন একটা জায়গা ব্যক্তিগতভাবে আমার দারুণ কিছু স্মৃতি আছে। তবে হ্যাঁ, এবার ভিন্ন ভূমিকায় এসেছি। আশা করি এখানে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। ড্রেসিং রুমে অনেক ছেলেরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিংবা বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। আমাদের এখানে ভালো খেলতে হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.