দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, “আমি প্রতিহিংসার রাজনীতি করি না, বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি প্রতিযোগিতামূলক রাজনীতিতে—যেখানে প্রতিযোগিতা হবে মানুষের কল্যাণে, তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য।”
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, “মানুষকে বিভ্রান্ত না করে বরং তাদের কল্যাণে কাজ করুন। মানুষের হৃদয় জয় করতে হলে রাস্তায় দাঁড়িয়ে নিজের দলের নেতাদের বিরুদ্ধে কটু কথা বলার প্রয়োজন নেই। এতে রাজনীতির সৌন্দর্য নষ্ট হয়।”
শরীফ উদ্দিন জুয়েল আরও বলেন, “আমরা মতভেদকে স্বাভাবিকভাবে দেখি, কিন্তু বৈরিতা চাই না। আমরা সবাইকে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। আমরা চাই একটি সৌহার্দ্যপূর্ণ, স্বাধীন ও উন্নত দৌলতপুর—যেখানে সবাই মিলেমিশে এগিয়ে যাবে। তবে মনে রাখবেন, আমাদের নীরবতা দুর্বলতা নয়; প্রয়োজন হলে আমরা জবাব দেব যুক্তি দিয়ে, কর্ম দিয়ে, মানুষের ভালোবাসা দিয়ে।”
পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করেন। তিনি বলেন, “এই ৩১ দফায় বাংলাদেশের উন্নয়ন ও জনগণের মুক্তির রূপরেখা রয়েছে। তা বাস্তবায়ন হলে দেশ একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেবে।”
এর আগে সকাল ১১টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে তিনি আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এরপর বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির সুফল সম্পর্কে সাধারণ ভোটারদের অবহিত করেন এবং লিফলেট বিতরণ করেন।
এই গণসংযোগ কর্মসূচিতে শরীফ উদ্দিন জুয়েলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন, কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, নারী নেত্রী ও যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার কাজল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
পুরো কর্মসূচি জুড়ে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় এক ধরনের গণজোয়ার সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.