Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শান্তির বাংলাদেশ গড়তে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে — অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
অক্টোবর ১৭, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, “দেশকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে পুরুষদের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। আদর্শ ও নৈতিকতা দিয়েই একটি স্বচ্ছ সমাজ গড়ে তোলা সম্ভব।”

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মহিলা বিভাগের আয়োজনে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে খলিষখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শহীদুল্লাহ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক গাজী রেজাউল করিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।