Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মীরা শনিবার বিকেলে ভাঙ্গা পৌর শহরের ঈদগাহ জামে মসজিদ চত্বরে এক কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

 

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান সজীব প্রমুখ।

 

সম্মেলনে কেন্দ্রীয় নেতারা বলেন, যারা বাংলাদেশের কল্যাণ চায় না, যারা গণতন্ত্রের পথ বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে। তারা আরও উল্লেখ করেন, দেশে বৈধ ও স্বাধীন নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এবং দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার মধ্য দিয়ে আগামী দিনের গণতন্ত্রের পথ সুগম হবে।

 

সম্মেলনে ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার পাশাপাশি ভাঙ্গা পৌরসভার বিএনপি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।