Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভেঙে পড়া রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঘোনা বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়।

 

দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায়, এলাকাবাসীর সুবিধার্থে জামায়াতে ইসলামী ইসলামকাটি ইউনিয়নের পক্ষ থেকে এবং বিশিষ্ট শিল্পপতি ড. তৈয়বুর রহমানের অর্থায়নে ইট ক্রয় করে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত নেতা ও শিল্পপতি ড. তৈয়বুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা বাহাউদ্দীন, সাধারণ সম্পাদক খান আক্তার হোসেন, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইউপি সদস্য শেখ আঃ হাকিম, জামায়াত নেতা মাষ্টার জাকিউর রহমান, শফিকুল ইসলাম, করিব হোসেন, কামরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর রাস্তা সংস্কার হওয়ায় যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব হয়েছে। তারা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।