আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত মানহানিকর ভিডিওর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে দুর্গাপুর বাজারের এনসিডিপি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মো. রিপন। তারা অভিযোগ করে বলেন, “আমার ক্রয়কৃত সায়বাড় মৌজার পুকুরে মাছ ধরতে গেলে কাঁঠালবাড়িয়া (বাঁশাইল) গ্রামের মানিক, তার পিতা মো. কালাম, মো. মাইনুল, সাবেক মেম্বার মো. ইউনুস, সিদ্দিকসহ কয়েকজন আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে অস্বীকার করলে তারা হুমকি দেয়।”
বক্তারা আরও বলেন, “গত ১৬ অক্টোবর ভোরে আমরা পুকুরে মাছ ধরতে গেলে মানিক দিংরা অস্ত্র হাতে আমাদের জিম্মি করে বাড়িতে নিয়ে যায়, গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে এবং ভয় দেখিয়ে জোর করে নিজেদের মতো কথা বলিয়ে নেয়। পরে সেই ভিডিও ধারণ করে ১৭ অক্টোবর ফেসবুকে ছেড়ে দেয়। এতে আমরা মারাত্মকভাবে মানহানির শিকার হয়েছি। পাশাপাশি বিএনপি ও শ্রমিক দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.