Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকার গঠন করলে দৌলতপুরে ৫০ শয্যার হাসপাতাল হবে আধুনিক হাসপাতাল: শরীফ উদ্দিন জুয়েল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দৌলতপুরের ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে। স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, যাতে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়।

 

শনিবার (১৮ অক্টোবর) সকালে নুরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতপুর পাইলট হাইস্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য রোগী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের চিকিৎসা দেন।

 

শরীফ উদ্দিন জুয়েল বলেন, “স্বাধীনতার পর থেকে দৌলতপুর একটি অবহেলিত উপজেলা। ক্ষমতাসীন নেতাদের শাসনেও গত ৫৪ বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিএনপি সরকারে আসলে দৌলতপুরের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনা হবে।”

 

তিনি আরও বলেন, “চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ একটি সেতুর অভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি এমপি হলে এবং বিএনপি সরকার গঠন করলে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করব।”

 

নারীদের স্বনির্ভরতা নিশ্চিত করতে কুটির শিল্প স্থাপন ও সুদমুক্ত ঋণ প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে সন্ত্রাস ও মাদকমুক্ত দৌলতপুর গড়তে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন শরীফ উদ্দিন জুয়েল।

 

তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে এমন একটি সমতাভিত্তিক সমাজ গঠন করা হবে, যেখানে কেউ অবহেলিত থাকবে না, বৃদ্ধরা পরিবারের সদস্যদের দ্বারা অবজ্ঞার শিকার হবে না।”

 

পরে বিকেলে মরিচা ইউনিয়নের বৈরাগীর চর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারণা কর্মসূচিতে অংশ নেন শরীফ উদ্দিন জুয়েল। এ সময় তিনি পথসভায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বলেন, “আলতাফ হোসেনকে অপমান মানে শহীদ জিয়াউর রহমানকে অপমান। এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

 

তিনি আরও বলেন, “কিছু মহল মনোনয়ন নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কেউ যেন মিথ্যা গুজবে বিভ্রান্ত না হন। দলের মনোনয়ন ঘোষণা হলে সবাই তা গণমাধ্যম থেকেই জানতে পারবেন।”

 

এ সময় তিনি পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন।

 

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী হাইস্কুল মাঠে ফুটবল ম্যাচ উদ্বোধন করেন শরীফ উদ্দিন জুয়েল। সেখানে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি।”

 

পৃথক এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, বিএনপি নেতা আবিদ হাসান মন্টি সরকার, আলাউদ্দিন বাদল, যুবদল নেতা রেজাউর রহমান মাসুম, জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।