Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আমিনা-কেরামত আলী বিশ্বাস ড্রিম স্কুলে ১৩৬ শিক্ষার্থীকে নতুন ড্রেস ও ২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

যশোর প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের কচুয়া ইউনিয়নের রায়মানিকে অবস্থিত আমিনা-কেরামত আলী বিশ্বাস ড্রিম স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস ও মেধাবৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৩৬ জন শিক্ষার্থী নতুন স্কুল ড্রেস এবং প্রতি শ্রেণির ৫ জন করে মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তির অর্থ প্রদান করা হয়।

 

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি কেরামত আলী বিশ্বাস শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস ও মেধাবৃত্তির নগদ অর্থ তুলে দেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরামত আলী বিশ্বাস এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. জিল্লুর রশিদ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফুজা নাসরিন, যশোর টিটিসি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ইরফান মাহমুদ, ডা. আব্দুল্লাহ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল হোসেন, দাউদ পাবলিক স্কুলের সহকারী শিক্ষক কামরুজ্জামান, লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা চৌধুরী, ব্যবসায়ী সাইফুল্লাহ খালেদ, মাকসুদ আলম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ইরান ও কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা বিদ্যালয়ের অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা কচুয়া ইউনিয়নের রায়মানিক-ভবগাতিতলা সংযোগ সাকোর উদ্বোধন করেন। সাকোটি নির্মিত হওয়ায় দুই গ্রামের মধ্যে যোগাযোগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, ফলে ভবগাতিতলার শিক্ষার্থীরা এখন সহজে রায়মানিকের আমিনা-কেরামত আলী বিশ্বাস ড্রিম স্কুলে যাতায়াত করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।