মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক কর্মী সমাবেশের আয়োজন করে। শনিবার বিকেলে মৌশা মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি কর্মী নুর মোহাম্মদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান টুকু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন।
বক্তারা দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করার আহ্বান জানান।
প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী তাঁর বক্তব্যে সকলকে দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের কাছে আমাদের দলের বার্তা পৌঁছে দিতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে শক্তিশালী করতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।