রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এক আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল বাশার এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক খান গিয়াস উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারী হেলাল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, বিএনপি নেতা মোল্লা খাইরুল ইসলাম, মো: আনিসুর রহমান, আরিফুর রহমান, আব্দুস সালাম মল্লিক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফএম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, আব্দুল মান্নান সরদার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক ও মোল্লা হুমাউন কবির।
স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত ছিলেন মিল্টন মুন্সী, আবুল হোসেন বাবু মোল্লা, সোহাগ মুন্সী, জামাল বিশ্বাস, সাবু মোল্লা, আলমগীর হোসেন, পলাশ মেম্বার, ফেরদাউস সরদার, হালিম শেখ, রাজু শেখ, রাজু বিল্লাহ, লুনিক লস্কর ও বাদশা মোল্লাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্মেলনে প্রতিটি ওয়ার্ডের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন:
- ১ নং ওয়ার্ড: সভাপতি শওকাত হোসেন টুকু, সাধারণ সম্পাদক আজমীর মোল্লা
- ২ নং ওয়ার্ড: সভাপতি লস্কর, সাধারণ সম্পাদক বাবু লস্কর
- ৩ নং ওয়ার্ড: সভাপতি শহীদ মোল্লা, সাধারণ সম্পাদক মোতালেব সিকদার
- ৪ নং ওয়ার্ড: সভাপতি আব্দুর রহিম কাজী
- ৫ নং ওয়ার্ড: সভাপতি লিয়াকত আলী মীর এহিয়া, সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম
- ৬ নং ওয়ার্ড: সভাপতি মধুসূদন মজুমদার ঝড়ু, সাধারণ সম্পাদক মাসুদ ফকির
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এই সম্মেলনের মাধ্যমে সাচিয়াদাহ ইউনিয়ন বিএনপি নতুন উদ্যম ও ঐক্যবদ্ধ শক্তি নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও তৃণমূলমুখী ও শক্তিশালী করবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব ভবিষ্যতে দলের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে।
সম্মেলনের শেষাংশে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।