রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা জেলা কারাগারে আটক দুই শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের অভ্যন্তরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
কারাগার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে কারাগারের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন জানান, “ঘটনার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। বর্তমানে কারাগারের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি।”
তিনি আরও বলেন, “ঘটনার পেছনের কারণ অনুসন্ধান চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।”
উল্লেখ্য, কারাগারে বর্তমানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দুই গ্রুপের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।