Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা কারাগারে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা জেলা কারাগারে আটক দুই শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের অভ্যন্তরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

কারাগার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে কারাগারের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন জানান, “ঘটনার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। বর্তমানে কারাগারের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি।”

তিনি আরও বলেন, “ঘটনার পেছনের কারণ অনুসন্ধান চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।”

উল্লেখ্য, কারাগারে বর্তমানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দুই গ্রুপের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।