জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বন্যার আগাম সতর্কবার্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ও প্রভাতী প্রকল্পের আওতায় ইফাদ এবং রাইমসের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (এম.আই.এম) নিতাই চন্দ্র দে সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক (এম.আই.এম) দিলীপ কুমার শাহা এবং রাইমসের টেকনিক্যাল কর্মকর্তা আসিফ মাহমুদ অনিক।
কর্মশালায় বন্যা পূর্বাভাস প্রদান, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কবার্তা প্রচার ব্যবস্থাপনা, দুর্যোগকালীন প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, কৃষক, এনজিও প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণে সক্ষমতা বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।