Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার লিগে মেন্টর হলেন তামিম

ডেস্ক নিউজ
অক্টোবর ১৮, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। যদিও লম্বা সময় ধরে মাঠের বাইরে তিনি। এবার নতুন ভূমিকায় ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।

২০২৬ সালের জুনে মাঠে গড়াতে যাচ্ছে মালয়েশিয়া প্রিমিয়ার লিগ (এমপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মেন্টরের দায়িত্ব পালন করবেন তামিম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।

তামিম ছাড়াও এই আসরে মেন্টরের ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লিকে। ২০২৬ সালের ৭ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। কুয়ালালামপুরে হবে পাঁচ দলের টুর্নামেন্টের এই টুর্নামেন্ট।

এই লিগ আয়োজনের ঘোষণা দিয়ে এমসিএ’র সভাপতি মাহিন্দা ভল্লিপুরম বলেন, ‘মালয়েশিয়া টি–টোয়েন্টির প্রথম মৌসুমের তারিখ ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের বিভিন্ন স্থানে সফল লিগ আয়োজনের আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন।’

এমপিএলের ব্যবস্থাপনা, পরিচালনা, সম্প্রচার এবং বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অনিল মোহন বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ গোটা এশিয়ার নজর কাড়বে। আমাদের লক্ষ্য হলো মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমকে আমাদের বৈশ্বিক লিগ আয়োজনের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে এমন এক উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় মৌসুম উপহার দেওয়া, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।