ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। যদিও লম্বা সময় ধরে মাঠের বাইরে তিনি। এবার নতুন ভূমিকায় ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।
তামিম ছাড়াও এই আসরে মেন্টরের ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লিকে। ২০২৬ সালের ৭ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। কুয়ালালামপুরে হবে পাঁচ দলের টুর্নামেন্টের এই টুর্নামেন্ট।
এই লিগ আয়োজনের ঘোষণা দিয়ে এমসিএ’র সভাপতি মাহিন্দা ভল্লিপুরম বলেন, ‘মালয়েশিয়া টি–টোয়েন্টির প্রথম মৌসুমের তারিখ ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের বিভিন্ন স্থানে সফল লিগ আয়োজনের আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন।’
এমপিএলের ব্যবস্থাপনা, পরিচালনা, সম্প্রচার এবং বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অনিল মোহন বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ গোটা এশিয়ার নজর কাড়বে। আমাদের লক্ষ্য হলো মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমকে আমাদের বৈশ্বিক লিগ আয়োজনের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে এমন এক উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় মৌসুম উপহার দেওয়া, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.