স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার হলদা গ্রামের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে খালের কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে নলদী ইউনিয়নের হলদা গ্রামের একটি খালে স্থানীয় লোকজন কচুরিপানার ভেতরে মানুষের কঙ্কালের মতো কিছু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লোহাগড়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম রোববার (১৯ অক্টোবর) সকালে বলেন, “হলদা গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।