গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের আয়োজনে “১ম অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিষয়ক ওয়ার্কশপ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের কমিশনার প্রফেসর মাসুদ আহম্মদ (এ.এল.টি),জেলা রোভারের সম্পাদক স্কাউটার মো. জুবাইর আর মাহমুদ (এ.এল.টি),স্কাউটার হৃদয় কুমার শীল, সহকারী কমিশনার (স্ট্র্যাটেজিক গ্রোথ, প্ল্যানিং এবং মেম্বারশিপ রেজিস্ট্রেশন),জেলা রোভারের কোষাধ্যক্ষ স্কাউটার শুকলাল বিশ্বাস (উডব্যাজার) এবং যুগ্ম সম্পাদক স্কাউটার রাজু সিকদার (উডব্যাজার)।
সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি আশরাফুল আলম নাজিম ও মাকসুমা আক্তার মিহি।
ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটসের অনলাইন পোর্টালের কার্যক্রমের সুফল, শতভাগ অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অন্তরায় চিহ্নিতকরণ ও তার সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বাংলাদেশ স্কাউট আইডি খোলার পদ্ধতি, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশল, তথ্য আপলোড ও সদস্য ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন রোভার স্কাউট লিডার ও রোভার সদস্য অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।