রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক নির্দেশনা অনুসারে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের উদ্যোগে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৬২টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে পাঞ্জাবি উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ে যুগিহাটি ও শিরগাতি ওয়ার্ডের মসজিদগুলোর ইমাম ও মোয়াজ্জেমদের হাতে পাঞ্জাবি তুলে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা খান সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন ডিয়ারো, রবুল শেখ, মিরাজ মল্লিক, লিয়াকত ঢালী, রফিক মল্লিকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ইসলামের খেদমতে নিয়োজিত ইমাম ও মোয়াজ্জেমদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানবিক দর্শন ও তারেক রহমানের জনগণমুখী রাজনীতির অনুপ্রেরণায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
তাদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ মাঠপর্যায়ে দলের প্রতি আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে।