কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আর মাত্র কয়েক মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মনোনয়নপ্রত্যাশী নেতারা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠপর্যায়ে ভোটারদের মন জয় ও সংগঠন চাঙা করতে সক্রিয় হয়ে উঠেছেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন এডভোকেট জালাল উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আন্দোলন-সংগ্রামে যুক্ত একজন অভিজ্ঞ আইনজীবী ও সংগঠক। গত কয়েক সপ্তাহ ধরে তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।
অ্যাডভোকেট জালাল উদ্দিনের এই গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নিচ্ছেন। তাঁদের মতে, এ ধরনের কার্যক্রমের ফলে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা তৃণমূল সংগঠন আবারও প্রাণ ফিরে পাচ্ছে।
গণসংযোগ চলাকালে এডভোকেট জালাল উদ্দিন বলেন,“এই এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য আমার লড়াই। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করাই আমাদের মূল লক্ষ্য। দলীয় মনোনয়ন পেলে আমি জনগণের পাশে থেকে সেই লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত।”
এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন,“বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে জনগণ আমাদের সাথেই আছে।”
স্থানীয় এক বিএনপি নেতা বলেন,“অ্যাডভোকেট জালাল উদ্দিন শিক্ষিত, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর গণসংযোগে সংগঠনে নতুন উদ্দীপনা এসেছে। তিনি মনোনয়ন পেলে এই আসন পুনরুদ্ধার সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্ববর্তী এই গণসংযোগ মূলত দলের হাইকমান্ডের কাছে প্রার্থীর জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী এডভোকেট জালাল উদ্দিনের গণসংযোগ এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.