গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী সরকারি কলেজ গেটের সামনে ময়লার ভাগার স্থাপনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে কলেজ গেটের পাশ থেকে ভাগার সরিয়ে নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে রাস্তার দুই পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পৌর কর্তৃপক্ষ পৌর এলাকার সকল ময়লা-আবর্জনা কলেজ ক্যাম্পাসের পাশে ফেলে ভাগার তৈরি করেছে। এতে সৃষ্ট দুর্গন্ধে শিক্ষার্থী ও পথচারীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। ভাগার সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, “ময়লার ভাগার স্থাপন নিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, “কলেজ গেটের পাশ থেকে দ্রুত ময়লা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে যাতে আর কেউ ময়লা ফেলতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার জন্য একটি স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা প্রক্রিয়াধীন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.