গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর এলাকায় অবাধে ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। শিকার করা ইলিশ নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে গোপনে বিক্রিও করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ প্রতিদিনই নদীতে অভিযান পরিচালনা করলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। বরং বেশ কয়েকবার অভিযানিক দলের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
মিয়ারচর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, নিষেধাজ্ঞার প্রথম দুইদিন নদীতে জাল ফেলেননি জেলেরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখন তারা রাতে বেশি পরিমাণে জাল ফেলছেন। দিনের বেলায় জেলের সংখ্যা কম থাকলেও রাতে নদীতে নেমে পড়ছেন বহু জেলে। প্রশাসনের ট্রলার দেখলেই তারা সরু খালে ঢুকে পড়ে, ফলে তাদের ধরা যাচ্ছে না। দু-একজন ধরা পড়লেও জরিমানা দিয়ে আবার মাছ ধরায় নামছে বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, “ইলিশ শিকার বন্ধে প্রতিদিনই অভিযান চলছে। শুক্রবার দুইজন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, “মা ইলিশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিযানের সময় হামলার ঘটনাও ঘটেছে, তবে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষদিন পর্যন্ত নদীতে টানা অভিযান চলবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.