Nabadhara
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিএনপির পক্ষে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা শুরু

 আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
অক্টোবর ১৯, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

 আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার অন্যতম বৃহৎ মোকাম বড়দল বাজারে লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হয়।

 

শুরুর পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। জাতীয় সংসদের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী আলাউদ্দীন নিজ হাতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

 

পরে বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা দেন কাজী আলাউদ্দীন। তিনি বলেন, “আমি যখন কালিগঞ্জ ও দেবহাটার এমপি ছিলাম, তখন এলাকার রাস্তা, স্কুল-কলেজ, মাদ্রাসা, কালভার্টসহ সর্বক্ষেত্রে উন্নয়ন করেছি। আমি মুক্তিযুদ্ধের সময় আশাশুনিতে যুদ্ধ করেছি, আন্দোলনের সময় এখানে অনেক দিন কাটিয়েছি। আমি আবার নির্বাচিত হলে আশাশুনিতে কোনো রাস্তা কাঁচা থাকবে না—মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, বিদ্যুৎ ও বেড়িবাঁধের উন্নয়ন করা হবে।”

 

তিনি আরও বলেন, “আজ থেকে আশাশুনি উপজেলায় আমার নির্বাচনী প্রচারণা বড়দল বাজার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।”

 

অনুষ্ঠানে আশাশুনি উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন শাখা এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।