জয়পুরহাট প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের ঘোষিত ৫% প্রজ্ঞাপন প্রত্যাখ্যান ও ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% টিফিন ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বিপন্ন শিক্ষা বাঁচাতে এগিয়ে আসুন’ স্লোগানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবি এম মুছা, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মণ্ডল, কোষাধ্যক্ষ আলী হাসান মুক্তা, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, নির্বাহী সদস্য মেহনাজ পারভীনসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষকদের আজ ক্লাসরুমে থাকার কথা, কিন্তু ন্যায্য দাবির স্বার্থে তারা রাজপথে নেমেছেন।”
তারা আরও বলেন, “আমরা ৫% প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি— ২০% বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের টিফিন ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে।”
বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.