Nabadhara
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে যুবদল নেতা পলাশকে নিয়ে ভুয়া ভিডিও তৈরি, থানায় জিডি

গোপালগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রাশেকুজ্জামান পলাশকে নিয়ে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২৫৪) করেছেন।

সূত্র জানায়, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে কিছু স্বার্থান্বেষী মহল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অ্যাপ ব্যবহার করে পলাশের ছবি সংযোজন করে একটি ভিডিও তৈরি করে। পরবর্তীতে সেটি বিভিন্ন ভুয়া ও নামবিহীন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়, যার মাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়।

এমনকি ওই ভিডিওটি কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতাকর্মীর কাছেও পাঠানো হয়। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে কেন্দ্রীয় যুবদলের নির্ধারিত প্যাডে মো. রাশেকুজ্জামান পলাশকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলাশ বলেন,“আমি ছাত্র জীবন থেকেই ছাত্রদলের রাজনীতি করছি। বর্তমানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দলের এমন গুরুত্বপূর্ণ পদে থাকলে প্রতিপক্ষ থাকা স্বাভাবিক। ইনশাআল্লাহ, কেন্দ্রীয় নেতাদের সামনে আমি নির্দোষ প্রমাণিত হব।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, গোপালগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে। এটাই আমার প্রত্যাশা।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।