Nabadhara
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদী সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীবরদী সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শেরপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী মো. নুরুজ্জামান বাদল।

 

ছাত্রশিবির শ্রীবরদী উত্তর শাখার সেক্রেটারী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং শাখার সভাপতি ছালেম ইসলাম অনিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মনোবিজ্ঞানী ও ময়মনসিংহ মহানগর শিবিরের সাবেক সভাপতি ড. মোখলেছুর রহমান, ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশ্রাফুজ্জামান মাসুম, সেক্রেটারী মাজহারুল ইসলাম মিল্লাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিতর্ক ও মানবাধিকার সম্পাদক নাহিদ হাসান রাসেল।

 

এছাড়াও জামায়াত ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আমীর আজহারুল ইসলাম মিষ্টার, শ্রীবরদী যুব শাখার সভাপতি আমির হামজা মিষ্টার, ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নবীন বরণ অনুষ্ঠানে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।