বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের কাটনারপাড়াস্থ প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড) কার্যালয়ে রবিবার এক প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সংস্থা সমাজে সহমর্মিতার আলো ছড়িয়ে দিতে চাচ্ছে।
উপকারভোগী লবানু প্রামানিক (৬৫) বগুড়ার গাবতলি উপজেলার উনচুরখী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন সীমাবদ্ধতা ও অভাবের মধ্যে জীবন যাপন করা লবানু তার তিন মেয়েকে বিয়ে দিয়েছেন এবং একমাত্র ছেলে বর্তমানে বিএ কোর্সে অধ্যয়নরত। সীমিত অর্থনৈতিক সম্বল থাকা সত্ত্বেও তিনি মানবেতর জীবন যাপন করে আসছেন।
হুইলচেয়ারটি লবানুর হাতে তুলে দেন পেসডের নির্বাহী পরিচালক মোছা. রোমমানা খাতুন। হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত লবানু প্রামানিক বলেন, “আমি দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছি। আজ এই হুইলচেয়ার পেয়েছি, যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। এখন আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারব।”
রোমমানা খাতুন অনুষ্ঠানে বলেন, “সুখ–দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোই জীবনের আসল সার্থকতা। আমরা সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের পাশে থাকতে সবসময় চেষ্টা করি। সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”
সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলাম নিরবের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য আজাহার আলী, মহিলা সমাজকর্মী আম্বিয়া বেগমসহ অনেকে।
আজাহার আলী বলেন, “মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না; মনুষ্যত্বের দীক্ষা প্রয়োজন। জনসেবা সেই দীক্ষারই মন্ত্র। পেসডের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আম্বিয়া বেগম বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; তারা সমাজের সম্পদ। যথাযথ সহায়তা ও পরিচর্যায় তারা সমাজের কার্যকর অংশ হতে পারে। সকলকে তাদের প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন করতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.