জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় ‘এসো গড়ি সোনার বাংলা (অএঝই)’ নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রায় ৫০ জন শিক্ষক।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষিকা গোলসানা শিল্পী, তহমিনা বেগম, খাদিজা খাতুন, রিফাত জাহান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতাধীন ‘আউট অব স্কুল চিলড্রেন’ শিক্ষা কার্যক্রমে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সময় সংস্থার নির্বাহী পরিচালক গাউসুল আযম প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ২০ হাজার টাকা করে জামানত নেন। তবে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও এখনো সে টাকা ফেরত দেওয়া হয়নি।
তারা আরও অভিযোগ করেন, মাসিক ৫ হাজার টাকা বেতনের চুক্তিতে নিয়োগ পেলেও বেতন নিয়মিতভাবে পরিশোধ করা হয়নি। ছয় মাস পরপর আগাম সই করানো চেক জমা রেখে আংশিক অর্থ প্রদান করা হতো। এ ছাড়া বাসা ভাড়া ও উৎসব ভাতাও তারা পুরোপুরি পাননি।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, প্রতি শিক্ষক গড়ে ৪৮ হাজার টাকা বকেয়া বেতন ও ২০ হাজার টাকা জামানতসহ মোট ৬৮ হাজার টাকা করে পাওনা রয়েছেন। তারা অবিলম্বে সব পাওনা পরিশোধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংস্থার নির্বাহী পরিচালক গাউসুল আযম মোবাইল ফোনে বলেন, “আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।”
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আখতার জাহান জানান, “শিক্ষকরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”