লিয়াকত আলী খান, নোয়াখালী
নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী (ছাত্রশিবির) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী জানান, কাশেম বাজার জামে মসজিদে শিবির আয়োজিত কুরআন শিক্ষার প্রোগ্রামে হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই স্থানে আবার কর্মসূচি নেয়া হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদে হামলা চালায় এবং শিবির কর্মীদের অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় শিবিরের ২৫ জন আহত হন, যার মধ্যে অন্তত ১৬ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, শিবির কর্মীরা মসজিদে রাজনৈতিক স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে। তাদের বাধা দিতে গেলে উল্টো শিবির নেতাকর্মীরা হামলা চালায়। সংঘর্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.