তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হন। মারাত্মক আহত অবস্থায় আওছাফুর রহমান (৬২) ও তার ছেলে তাহফিমুর রহমান (১৮) কে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকালে তালা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আওছাফুর রহমানের মেয়ে ঈশিতা আরজু অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর বিকেলে মৃত ইউছুপ শেখের স্ত্রী রুপিয়া বেগম স্থানীয় নজরুল ইসলামের বালু উত্তোলনের মেশিন ব্যবহার করে সোহাগ শেখের পুকুর থেকে অবৈধভাবে বালু বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে পুকুর মালিক সোহাগ শেখ তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করলে প্রশাসন অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়।
এর পরদিন রুপিয়া বেগম ও তার সহযোগীরা হামলা চালিয়ে আওছাফুর রহমান ও তাহফিমুর রহমানকে মারাত্মকভাবে আহত করে। এ সময় স্থানীয় মাওলানা আব্দুল আজিজ ও সোহাগ হোসেনও মারধরের শিকার হন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রুপিয়া বেগম মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং স্থানীয় কিছু প্রভাবশালীর সহায়তায় তিনি এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করা হয়।
এ ঘটনায় আওছাফুর রহমান তালা থানায় সাহাদ শেখ, রুপিয়া বেগম ও রাকিব হোসেনের বিরুদ্ধে মামলা (মামলা নং–০৬) দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.