Nabadhara
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা নাজমুল হোসেন। শনিবার (১৮ অক্টোবর) রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাগধা ইউনিয়নের চক্রবাড়ি গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে ও স্থানীয় যুবদল নেতা নাজমুল হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১৭ অক্টোবর একটি অনলাইন পোর্টাল ‘বরিশাল রুপান্তর’-এ আমাকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, “গত ১৩ সেপ্টেম্বর বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত মাদক কারবারি শাহাদাত হোসেন পিযুষকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করি। এই ঘটনার পর থেকে পিযুষ ও তার সহযোগীরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জেরে ১২ অক্টোবর ছাত্রদল নেতা মুহিদ হাওলাদারকে অপহরণ করে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়, যেখানে আমাকে ও আরও কয়েকজনকে মাদক ব্যবসার সাথে জড়িত বলা হয়।”

তিনি আরও অভিযোগ করেন, “অপহরণকারী অশিষ হাওলাদার ও তার সহযোগীরা এই মিথ্যা নাটক সাজিয়েছে আমাদের হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রিপন শাহ, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মিয়া, শফিকুল ইসলাম ফারুক আকন, রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি নেতা শহিদ মিয়া ও শাহজাহান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।

নাজমুল হোসেন সংশ্লিষ্ট সাংবাদিক ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন যাচাই-বাছাই ছাড়া এমন মিথ্যা সংবাদ প্রকাশ না করা হয় এবং তার ও তার সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।